কলারোয়া প্রতিনিধি : “উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুইদিন ব্যাপী ৩৮ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধণ করা হয়েছে। গতকাল সকাল ১০টায় কলারোয়া উপজেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, আগারগাঁও,ঢাকা এর আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই মেলার আয়োজন করা হয়। তালা-কলারোয়ার সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাবেক অধ্যক্ষ আবু নসর, বেগম খালেদা জিয়া কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক, কাজীর হাট কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাষ্টার নূরুল ইসলাম, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আইয়ুব আলী, পৌর কাউন্সিলর মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, মেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় কলারোয়া উপজেলার ৫টি কলেজ, ৩টি মাদ্রাসা ও ১৬টি মাধ্যমিক বিদ্যালয় তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করেন।