দেবহাটা

পারুলিয়ায় দোকান পোড়া হিন্দু পরিবারের পাশে দাড়ালেন উপজেলা প্রশাসন সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ

By daily satkhira

January 01, 2019

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উত্তর পাশ্বে অবস্থিত ছোট্ট কাঠের চায়ের দোকানে আয়ে সংসার চলত রাম দাসের। স্বামী-স্ত্রী আর দুই ছেলে, এক মেয়ের সংসার নির্বাহ হত এই দোকান থেকে। কিন্তু (৩১ ডিসেম্বর সোমবার) গভীর রাতে কে বা কারা আগুন দিয়ে উক্ত দোকানটি পুড়িয়ে দেয়। এতে ঐ সংসারের একমাত্র উপার্জনের উৎস্য আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি পরদিন (১ জানুয়ারী মঙ্গলবার) সকালে স্থানীয়রা দেখতে পেয়ে রাম দাসের বাড়িতে খবর দেয়। একই সময় ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দরা ছুটে আসে। এসময় অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়ায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ, দেবহাটা থানার ভারপ্রাপ্ত ওসি উজ্জল মৈত্র, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউপি সদস্য গাজী শহিদুল্লাহসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। এসময় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ রাম দাসকে একটি কাঠের দোকান ও ২ হাজার টাকা সমমূল্যের মালামাল ক্রয় করে দেন। এতে পরিবারটি আবারো আলোর মুখ দেখায় উপজেলা নির্বাহী অফিসার ও আওয়ামীলীগের নেতৃবৃন্দের ধন্যবাদ জানায়।