আশাশুনি

আশাশুনির কুল্যায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ; ঘর-বাড়ী ভাংচুরের অভিযোগ

By daily satkhira

January 01, 2019

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত ও দুই পক্ষের ঘর-বাড়ী ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার দুপুরে কচুয়া গ্রামে। এ ঘটনায় দেলোয়ার গ্রুপের সাদ্দাম হোসেন ও মাগফুর হোসেন এবং ওমর সাকী পলাশ গ্রুপের আমান উল্লাহ ও মাছুম হোসেন আহত হয়। আহতদেরকে সাতক্ষীরা সদয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশাশুনির ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, ঘটনাটি জানার পর আমি এবং আমার কয়েকজন অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত। জানাগেছে, উপজেলা তরুণলীগের সাবেক সভাপতি এস,এম ওমর সাকী পলাশ ও উপজেলার যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক এস,এম দেলোয়ার হোসেনের মধ্যে দু’দফা সংঘর্ষ হয়। এস,এম, দেলোয়ার হোসেন জানান, দুপুর দেড়টার দিকে কচুয়া রাস্তার উপরে তার লোকজনদের উপর হামলা করে কুল্যা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ ঢালীর লোকজন। এ ঘটনার পরেই সাঈদ ঢালী তাকে ফোন করে জানান এটা নিয়ে বাড়া-বাড়ি করার দরকার নেই, দু’পক্ষের লোকজন নিয়ে সমাধান করে দেওয়া হবে। তিনি আরও জানান, বিকাল ৩ টার দিকে সাঈদ ঢালী ও তার লোকজন নিয়ে আমার বোনের বাড়ীতে হামলা করে ভাংচুর করে। এব্যাপারে এস,এম ওমর সাকী পলাশ জানান, আমি সাতক্ষীরাতে অবস্থানকালীন সময়ে দেলোয়ারের লোকজন আমার চাচাতো ভাই মাছুমের উপর হামলা করলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে ফোনে বিষয়টি সুষ্ট সমাধানের কথা বলি। এঘটনার কিছুক্ষণ পরে দেলোয়ারের লোকজন এসে আমার বাড়ীতে হামলা করে ভাংচুর ও আমার মা-বোনদের হুমকি দেয়। এবিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ ঢালী জানান, আমি দু’গ্রুপের সংঘর্ষে ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে একটি সুষ্ট সমাধানের কথা মাথায় রেখে কাছ করেছি মাত্র।