সাতক্ষীরা

এ কেমন শত্রুতা !

By daily satkhira

January 01, 2019

নিজস্ব প্রতিবেদক: শহরের খানপুরে পূর্বশত্রুতার জের ধরে ষাটোর্দ্ধ বৃদ্ধার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধনের অভিযোগ পাওয়াগেছে। এঘটনায় বৃদ্ধা আকের আলী মোল্ল্যা সাতক্ষীরা সদর থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। তিনি খানপুর উত্তরপাড়া এলাকার মৃত দরবেশ মোল্লার ছেলে। ভুক্তভোগী আকের আলী মোল্লা জানান, খানপুর এলাকার ১২বিঘা একটি মৎস্য ঘের পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত ৩০ ডিসেম্বর গভীর রাতে তিনি ঘের পরিদর্শনে দেখতে পান ঘেরের মাছ লাফালাফি করছে এবং খাবি খাচ্ছে। তখন তিনি বুঝতে পারেন তার ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে তিনি সেখান থেকে নমুনাও উদ্ধার করেন। সকাল হওয়ার সাথে সাথে ঘেরের সকল মাছ মারা যায়। যার আনুমানিক মূল্য ৪৫ লক্ষ টাকা। তিনি জানান, জমি-জমা সংক্রান্ত বিষয়ে একই এলাকার সমির উদ্দীনের ছেলে মাসুদ, আহম্মাদ সরদারের ছেলে আশা, মোহাম্মাদ আলীর ছেলে বাবলু ও মোবারকের ছেলে রবিউল ইসলামের সাথে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে উল্লেখিত ব্যক্তিরা আমাকে পথে বসানোর জন্য এধরনের ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে। এবার তার ইচ্ছা ছিলো মাছ বিক্রয়ের টাকা দিয়ে হজ্বব্রত পালন করবেন। কিন্তু স্থানীয় কুচক্রী মহল তার সে আশা নষ্ট করে পথে বসিয়েছে বলে তিনি জানান। তিনি অবিলম্বে ওই কুচক্রী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।