কালিগঞ্জ

কালিগঞ্জে ৪৫০টি আম গাছেই মুকুল,হাজার স্বপ্ন চাষী ফেরদাউসের চোখে

By daily satkhira

January 28, 2017

আরাফাত আলী: কালিগঞ্জের মৌতলায় আমের বাগানে নতুন মুকুল দেখে আশার আলো দেখছেন সফল উদ্যেক্তা ফেরদাউস মোড়ল। আমের বাগানের পাশাপাশি একই সাথে  বিভিন্ন ফসলের চাষ করে সবার নজর কেড়েছে উপজেলার মৌতলা গ্রামের ফেরদাউস মোড়ল। মৌতলা পানিয়া কমিউনিটি ক্লিনিকের পাশে ১২ বিঘা (১ হেক্টর ৫)জমি ২০ বছরের জন্য ডিড নিয়েছেন ফেরদাউস মোড়ল। সরেজমিনে যেয়ে দেখাযায় সেই জমিতে তিনি ৪৫০টি আমগাছ লাগিয়েছে এর সাথে সাথে আলুর চাষ করা হয়েছে। ২০১৫ সাল থেকে তিনি এইজমিতে এই মিশ্র চাষ আরম্ভ করেছেন। এজমিতে আমবাগানের সব কয়টি আম গাছে ধরেছে আমের নতুন মুকুলের সৌরভে মুখরিত আমবাগানের চারপাশ। দুই বছরের ছোট সব কয়টি আমগাছে মুকুল ধরায় এই আম বাগান থেকে লক্ষ টাকা আয়ের স্বপ্ন দেখছে ফেরদাউস মোড়ল পাশাপাশি গত বছর চাষ করছেন ধান,আলু,মিষ্টি কুমরা সহ বিভিন্ন রকম ফসলের। এই বছরে আমের বাগানের সাথে আছে আলুর চাষ করা আমের বাগান থেকে এবং এই আলুর ফসল থেকে লক্ষ টাকা আয় হতে পারে এমনটাই আশা করছেন ফেরদাউস মোড়ল। আমগাছ যত বড় হবে এই আমবাগান থেকে অধিক আয় হবে এমনটাই আশাবাদী সফল আম এবং মিশ্র সবজি চাষী ফেরদাউস মোড়ল। এই মিশ্র আমবাগানে সব কয়টি আম গাছে মুকুল ধরার জন্য এলাকার অনেকেই উদ্যোগ নিয়ে ফেরদাউস মোড়ল এর মত মিশ্র আম বাগান করার জন্য পরিকল্পনা করছেন।