আন্তর্জাতিক

দৈনিক ১৫টা করে মিথ্যা বলেন ট্রাম্প

By daily satkhira

January 02, 2019

অনলাইন ডেস্ক: ২০১৮ সালে দৈনিক গড়ে ১৫টি মিথ্যে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত বছরটি ট্রাম্পের জন্য ছিল মিথ্যা, ভুল বিবৃতি ও বিভ্রান্তিকর তথ্যের বছর।

আর এসব মিথ্যা কথার বেশিরভাগই বলেছেন ইরান, নিউইয়র্ক টাইমস পত্রিকা এবং সাবেক ফার্স্টলেডি ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন সম্পর্কে। প্রতিদিনই একটার পর একটা টুইট করে মিথ্যার ঝড় তুলেছেন তিনি। গত বছর রিপাবলিকান এ প্রেসিডেন্টের সব বিবৃতি-বার্তা বিশ্লেষণ করে সোমবার এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।