ভিন্ন স্বা‌দের খবর

২০১৮’র সেরা ছবি ‘আলী দাদু ও তার বিড়াল’

By daily satkhira

January 02, 2019

অনলাইন ডেস্ক: ২০১৮ সালের সেরা ছবি প্রতিযোগিতায় ‘জীবনযাপন’ ক্যাটাগরিতে প্রথম হয়েছে ‘আলী দাদু ও তার বিড়াল’। সেরা ছবি প্রতিযোগিতার আয়োজন করে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু। এ ছবিটিকেই ভোট দিয়ে সেরা ছবি নির্বাচিত করেছেন আনাদলু বার্তা সংস্থার পাঠকরা। সারা বিশ্বের ২ লাখ ২৩ হাজার পাঠক ভোট দিয়েছেন এই প্রতিযোগিতায়।

এ ছবিতে দেখা যাচ্ছে তুষারপাতের মধ্যে লাঠিতে ভর দিয়ে এক বৃদ্ধ কোলে একটি বিড়াল ছানা নিয়ে হাঁটছেন। তার পেছনে দাঁড়িয়ে আছে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ও কর্মীরা। পাশে ধ্বংসস্তুপ। ছবির বর্ণনায় বলা হয়েছে, আগুনে বাড়ি পুড়ে যাওয়ার পর ৮৩ বছর বয়সী আলী মেসে নামের ওই বৃদ্ধ তার প্রিয় বিড়ালটি নিয়ে নিরাপদ স্থানে যাচ্ছেন। সূত্র: ডেইলি সাবাহ্।