জাতীয়

মাদকবিরোধী অভিযানে ফেনীতে নিহত ২

By daily satkhira

January 02, 2019

অনলাইন ডেস্ক: ফেনীর দাগনভূঞা উপজেলায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের ভাষ্য।

র‌্যাব বলছে, নিহত এনামুল হক আকন্দ ও আসাদ মাদক চোরাকারবারি। তাদের বাড়ি মাদারীপুর জেলায়। র‌্যাব কর্মকর্তা ফাহিম বলেন, ফেনী সদর উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকা থেকে ‘বিপুল পরিমাণ মাদক’ নিয়ে মাদক চোরাকারবারিদের একটি দল লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে খবর পেয়ে ‘সন্দেহজনক’ একটি কভার্ডভ্যান ধাওয়া করে র‌্যাব।

“কভার্ডভ্যানটি সিলোনিয়া এলাকায় পৌঁছানোর পর মাদক ব্যবসায়ীরা গাড়ি থেকে নেমে র‌্যাব সদস্যদের দিকে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও তখন পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী এনামুল ও আসাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।” ওই কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে র‌্যাব সদস্যরা একটি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলি এবং ২৫০ কেজি গাঁজা পেয়েছে বলে স্কোয়াড্রন লিডার ফাহিমের ভাষ্য। নিহতদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।