আন্তর্জাতিক

ভারতে বছরের প্রথম দিনে জন্ম ৭০ হাজার শিশুর

By daily satkhira

January 02, 2019

বিদেশের খবর: জনসংখ্যা বহুল দেশ ভারতে নতুন বছরের প্রথম দিনে জন্ম নিয়েছে ৬৯,৯৪৪ শিশুর। মঙ্গলবার ইউনিসেফ এই তথ্য জানায়। সারা বিশ্বের তুলনায় এদিন ভারতেই সবচেয়ে বেশি সংখ্যক শিশুর জন্ম হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতের পরের তালিকায় আছে আরেক জনসংখ্যা বহুল রাষ্ট্র চীন। দেশটিতে প্রথমদিনে নবজাতকের সংখ্যা ৪৪,৯৪০। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে নাইজেরিয়া (২৫,৬৮৫), চতুর্থ স্থানে পাকিস্তান (১৫,১১২) এবং পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়া (১৩,২৫৬)। সারা বিশ্বে ১ জানুয়ারি মোট ৩,৯৫,০৭২টি শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে ভারতেই জন্ম নিয়েছে ১৮ শতাংশ।

ভারতে ইউনিসেফ এর দূত ডা ইয়াসমিন আলি হক টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাত্কারে জানিয়েছেন, জন্ম নেওয়া অনেক শিশুই এক বছরের বেশি দিন বাঁচে না, এর মধ্যে অনেক শিশুই জন্মের প্রথম দিনেই মারা যায়। তিনি আরো বলেন, নতুন বছরে আমাদের শপথ নিতে হবে কোনও নবজাতক প্রসব সমস্যা অথবা সংক্রমণে মারা যাবে না।’

উল্লেখ্য, সারা বিশ্বে ২০১৭ সালে প্রায় ১০ লাখ শিশুর জন্মের প্রথম দিনেই মারা যায় এবং ২৫ লাখের মৃত্যু হয়েছিল জন্মের প্রথম মাসে।