বিনোদনের খবর: কথা ছিল, একই দিনে কলকাতা ও ঢাকায় মুক্তি পাবে জয়া আহসান অভিনীত ‘বিজয়া’। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ছবিটির আমদানিকারক ইফতেখার উদ্দিন নওশাদ। ৪ জানুয়ারি কলকাতায় ‘বিজয়া’ মুক্তি পেলেও বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ছবিটি। তবে একই দিন জয়ার ‘বিসর্জন’ ছবিটি সারা দেশে মুক্তি পাবে বলে জানিয়েছেন নওশাদ। তিনি বলেন, “ইচ্ছা ছিল দুই বাংলায় একসঙ্গে ‘বিজয়া’ মুক্তি দেওয়ার। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সব কাগজপত্র তৈরি করতে পারিনি। তবে চাই, বছরের প্রথম সপ্তাহটা জয়ার ছবি দিয়েই শুরু হোক। এ জন্য তাঁর অভিনীত ‘বিসর্জন’ ছবিটি আমদানিনীতিতে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছি। ছবিটি জয়াকে কলকাতায় প্রতিষ্ঠিত করেছে। দিয়েছে ফিল্মফেয়ার, জি সিনে, বিএফজিএ, ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড, শ্রেষ্ঠ বাঙালি অভিনেত্রীসহ অনেক পুরস্কার।” দুই বাংলায় একই দিনে দুটি ছবি মুক্তি পাচ্ছে জেনে উচ্ছ্বসিত জয়া। বলেন, “আমার অভিনয়জীবনে ‘বিসর্জন’ বিশেষভাবে উল্লেখ করার মতো ছবি। ‘বিজয়া’ও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।” ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ ছবি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি।