স্পোর্টস ডেস্ক: শচীন টেন্ডুলকারকে ক্রিকট ঈশ্বর হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগে যিনি শক্ত ভিত তৈরি করে দিয়েছিলেন, সেই রামাকান্ত আচারেকার আর নেই। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধ্যকজনিত অসুস্থতায় ভূগছিলেন। আজ বুধবার মুম্বাইয়ে ৮৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন তিনি। আচরেকারের আশীর্বাদধন্য হয়েই ২৪ বছর ধরে ক্রিকেট দুনিয়াকে শাসন করেছেন সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেট তারকা।
১৯৩২ সালে আচরেকর জন্ম। শচীনকে নিজের হাতে তৈরি করেছিলেন এই দ্রোণাচার্য কোচ। তার হাতেই ক্রিকেটের হাতেখড়ি হয়েছিল টেন্ডুলকারের। দীর্ঘদিন ধরেই বাক্শক্তি হারিয়েছিলেন আচারেকার। তার মৃত্যুর খবরে ক্রিকেটাঙ্গণে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে।
নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে গিয়েও গুরুকে সব সময়ই মাথায় তুলে রেখেছিলেন শচীন। সবসময় তিনি গুরুর খোঁজ রাখতেন। নিয়মিত দেখা করতেন। একটিবারের জন্যও আচারেকারের মনে হয়নি, তার প্রিয় শিষ্য তাকে ভুলে গেছেন! আজ গুরুর প্রায়াণে সবচেয়ে বেশি কষ্ট হওয়ার কথা তো শচীনেরই।