খেলা

স্টয়নিস বীরত্বের পরও হারল অস্ট্রেলিয়া

By daily satkhira

January 30, 2017

ক্রীড়া ডেস্ক: কিউই পেসারদের দাপটে ৬৬ রানে সাত উইকেট হারানোর পরই অস্ট্রেলিয়ার হারটা নিশ্চিত হয়ে যায়। তবে এত সহজে হারটা মানতে রাজি হননি মার্কাস স্টয়নিস। সপ্তম উইকেটে জেমস ফকনারকে নিয়ে যোগ করেন ৮১ রান। ফকনারের অবদান সেখানে মাত্র ২৫ রান। প্যাট কামিন্সকে নিয়ে করলেন ৪৮ আর মিচেল স্টার্ককে নিয়ে স্কোরে যোগ করেন ৩০ রান। তবে জয় থেকে তখনও ৬০ রান দূরে অস্ট্রেলিয়া। জস হ্যাজেলউডকে নিয়ে অসম এক লড়াইয়ে নামলেন স্টয়নিস। ৯৩ বলে ৯৮ রানে অপরাজিত অজি অলরাউন্ডার। সবার চোখ স্টয়নিসের শতকে, তবে তখনো জয় নিয়ে ভাবছেন তিনি। বোল্টকে ৪৪তম ওভারের চতুর্থ বলে লং অনের উপর ছয় মেরে সেঞ্চুরি পূর্ণ করার সঙ্গেই প্রথম অস্ট্রেলীয় হিসেবে একই ম্যাচে তিন উইকেট ও সেঞ্চুরি করলেন স্টয়নিস। পরের বলে মিড অফের ওপর দিয়ে আরেকটি ছয়। শেষ বলে এক রান নিয়ে স্ট্রাইক নিজের কাছেই রাখলেন তিনি। টিম সাউদির পরের ওভারে দুটি ছয় ও এক চার। ফিরিতি ওভারে আবার সাউদিকে জোড়া ছক্কা মেরে দলকে একেবারে জয়ে কাছে নিয়ে আনেন স্টয়নিস। ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে স্টয়নিসকে স্ট্রাইক দিতে চেয়েছিলেন হ্যাজেলউড। তাই কিছুটা এগিয়ে এসেছিলেন অজি পেসার। সাউদির ইয়র্কার লেন্থের বলটা ঠেকিয়ে দিয়েছিলেন স্টয়নিস। বল ধরেই স্টাম্পে ছুড়ে মারলেন উইলিয়ামসন। আর তাতেই জয়ের স্বপ্নটা ভেঙে গেল অস্ট্রেলিয়ার। তখন জয় থেকে মাত্র ছয় রান দূরে অজিরা। এর আগে অকল্যান্ডে টস হেরে ব্যাটিং করতে নেমে নেইল ব্রুমের ৭৩, মার্টিন গাপটিলের ৬১ ও জেমস নিশামের ৪৮ রানে ভর করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। বল হাতে ৪৯ রানে তিন উইকেট নেন মাকার্স স্টয়নিস। জবাবে ট্রেন্ট্র বোল্ট, টিম সাউদি ও লকি ফার্গুসনের বোলিং তোপে মাত্র ৬৭ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর শুরু স্টয়নিসের ব্যাটিং বীরত্ব। ১১৭ বলে ১১টি ছয়ে ১৪৬ রান করলেও দলকে জেতাতে পারেননি এই অলরাউন্ডার।