খেলার খবর: এই মৌসুমের শুরু থেকেই খারাপ অবস্থানে ছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। শেষমেষ ডিসেম্বরে লিভারপুলের কাছে হারার পর দলের কোচ হোসে মরিনহোকে বরখাস্ত করা হয়। এরপর দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয় ওলে সোলকজারকে। তার অধীনে টানা চতুর্থ জয়ের দেখা পেল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলটি। গতরাতে নিউ ক্যাসলের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ম্যান ইউ।
ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় বুধবার রাতে নিউ ক্যাসলের ঘরের মাঠে এই জয়ের ফলে ২১ ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে ম্যান ইউ। ২০ ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল।
এই ম্যাচেও গোলের দেখা পেয়েছেন রোমেলো লুকাকু ও মার্কাস রাশফোর্ড।