রাজনীতি

সাতক্ষীরায় পাসপোর্ট অফিস নির্মাণ টেন্ডারে ঘাপলা: যুবলীগ-ছাত্রলীগ নেতাদের চাপে সর্বনিম্ন দরদাতার প্রত্যাহার

By Daily Satkhira

January 31, 2017

নিজস্ব প্রতিবেদক: পাসপোর্ট অফিস নির্মান সংক্রান্ত পাঁচ কোটি টাকার টেন্ডারে ঘাপলার অভিযোগ উঠেছে। যুবলীগ ও  ছাত্রলীগ নেতাদের চাপের মুখে অনেক ঠিকাদার সিডিউল কিনেও তা ড্রপ করতে পারেন নি। অপরদিকে সর্বনি¤œ দরদাতার সিডিউল প্রত্যাহার করে নিতে বাধ্য করা হয়েছে। এর ফলে সরকারকে অতিরিক্ত ৬৭ লাখ টাকা গুনতে হবে বলে ধারনা করা হচ্ছে। তবে এ বিষয়ে আজ সকালে কথা বললেও বিকালে সর্বশেষ কথা বলার জন্য সংশ্ল্ষ্টি কর্মকর্তা গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. হেলাল উদ্দিনকে পাওয়া যায়নি। তিনি তার টেলিফোন বন্ধ রেখেছেন। সকালে তিনি জানান  গনপূর্ত বিভাগ সাতক্ষীরা জেলায় পাসপোর্ট অফিস নির্মানের জন্য টেন্ডার আহবান করে । সিডিউল ক্রয়ের শেষ দিন ছিল রোববার। সোমবার দুপুর ১২ টার মধ্যে তা ড্রপ করার নির্দেশ ছিল। গণপূর্ত অফিস, জেলা প্রশাসকের অফিস, পুলিশ সুপারের অফিস ও খুলনায় বিভাগীয় গণপূর্ত অফিসে তা ড্রপ করার কথা। তিনি জানান পুলিশ সুপার অফিসে একটি ও গণপূর্ত অফিসে চারটিসহ মোট পাঁচটি দরপত্র পাওয়া গেছে। কয়েকজন ঠিকাদার অভিযোগ করে বলেন, তারা জেলা যুবলীগের আহবায়ক আবদুল মান্নান, জেলা ছাত্র লীগের সভাপতি তানভির হুসাইন সুজনসহ দলীয় নেতাদের চাপের মুখে পড়ে টেন্ডার জমা দিতে পারেন নি। নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার বলেন, তিনি সিন্ডিকেটের বাইরে থেকে পুলিশ সুপারের অফিসে থাকা বাক্সে টেন্ডার ড্রপ করে আসতেই শহরের মধ্যে তাকে সরকার দলীয় সদস্যরা ঘিরে ফেলেন। তারা তার কাছে টাকা দাবি করেন। সেখান থেকে তিনি সরে যাবার পর তারা তার বাড়িতে যান। এদিকে, বিকাল ৩ টায় টেন্ডার বাক্স ওপেন করা হলে মাত্র পাঁচটি দরপত্র পাওয়া যায়। ওই মুহুর্তে সেখানে উপস্থিত এসএম বিল্ডার্সের প্রতিনিধি সিন্ডিকেটের চাপের মুখে লিখিতভাবে তার সর্ব নি¤œদর তিন কোটি ২০ লাখ টাকার টেন্ডার প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন। অবশিষ্ট চারটির মধ্যে সর্বনি¤œ ৩ কোটি ৮৭ লাখ টাকার টেন্ডার জমাদানকারী সনেক্স ইন্টারন্যাশনাল কার্যাদেশ পেয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এর ফলে সরকারকে বাড়তি ৬৭ লাখ টাকা গুণতে হবে বলে ধারণা করা যাচ্ছে। তবে দরপত্র জমাদানে বাধা দেওয়ার কথা অস্বীকার করেন জেলা যুবলীগ আহবায়ক আবদুল মান্নান ও জেলা ছাত্রলীগ সভাপতি তানভির হুসাইন সুজন। তারা বলেন, এ সম্পর্কে আমরা কিছুই জানিনা।