নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন টানা তৃৃৃৃতীয় বারের মত নির্বাচিত সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি।শপথ গ্রহণের পর শপথপত্রে স্বাক্ষর নেন। বৃহস্পতিবার বেলা ১১টার আগেই তিনি জাতীয় সংসদ ভবনে পৌঁছান।
বৃহস্পতিবার বেলা ১১টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ অনুষ্ঠান শুরু হয়। সংসদ সদস্যদের শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে শপথ গ্রহণ করেন শিরীন শারমিন। সংসদ ভবনের পূর্ব ব্লকের ১ম লেভেলের (নিচতলায়) শপথ কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ সদস্যদের শপথগ্রহণ পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ২৯৮ জনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করে নাম-ঠিকানাসহ মঙ্গলবার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।