দেশের খবর: নির্বাচন কমিশন জাতিকে একটি অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পেরেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করায় কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপনে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মাহবুব তালুকদার বলেন, ‘আমরা কখনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কখনও সেনাসমর্থিত সরকারের অধীনে, আবার কখনও দলীয় সরকারের অধীনে নির্বাচন করেছি। কিন্তু তা অংশীদারমূলক হয়নি। এই প্রথম একটি অংশীদারমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পেরেছি।’ তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এই নির্বাচন একটি ঐহিত্য সৃষ্টি করবে। এই নির্বাচনের পথ ধরে পরবর্তী নির্বাচনের ধারা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে।’
নির্বাচনের এই বিশাল কর্মযজ্ঞের কেন্দ্রবিন্দু হলেন নির্বাচন কমিশনের সচিব ও তার নির্বাচন সৈনিকেরা— একথা উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, ‘তারা নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই নির্বাচনকে সফল করেছে। প্রধান নির্বাচন কমিশনার একজন মুক্তিযোদ্ধা এবং যোদ্ধার মতো তিনি এই বিশাল কর্মযজ্ঞে সবাইকে নেতৃত্ব দিয়েছেন।’
নির্বাচন কমিশনার হিসেবে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন বলে এ সময় জানান তিনি। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে তার অত্যন্ত সুসম্পর্ক বজায় রয়েছে বলেও উল্লেখ করেন এই নির্বাচন কমিশনার।