আন্তর্জাতিক

মন্দিরে নারী প্রবেশের জেরে বিক্ষোভে উত্তাল কেরালা

By daily satkhira

January 03, 2019

বিদেশের খবর: ভারতের কেরালা রাজ্যের সাবারিমালা মন্দিরে ৫০ বছরের কম বয়সী ২ নারী প্রবেশের জেরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা অবরোধের ডাক দিয়েছে।

বিক্ষোভে আহত সাবারিমালা কর্ম সমিতির এক সদস্য বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার (২ জানুয়ারি) ভোরে পুলিশি পাহারায় সাবারিমালা মন্দিরে প্রবেশ করেন ২ নারী। তাদের প্রবেশকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে কেরালা জুড়ে, বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে, দোকানপাট বন্ধ করে দেয়।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। নারীদের প্রবেশাধিকারের বিরুদ্ধে অবস্থান নেয়া ক্ষমতাসীন বিজেপির কর্মীদের সাথে সি.পি.আই কর্মীদের সংঘর্ষ হয়। সহিংস বিক্ষোভের জেরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহন।

এ সহিংসতার জন্য ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে দায়ী করেছেন কেরালার বামপন্থি মূখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান। সব বয়সী নারীদের প্রবেশাধিকার চেয়ে করা রিটের পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বরে ভারতের সর্বোচ্চ আদালত সবার জন্য প্রবেশাধিকার নিশ্চিতের নির্দেশ দেন। তবে এ নির্দেশের পরও বিরোধিতার জেরে তা কার্যকর করা সম্ভব হচ্ছে না।