বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডা: রুহুল হকের শ্রদ্ধাঞ্জলি

By daily satkhira

January 04, 2019

তোষিকে কাইফু: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা -৩ আসনে মহাজোট সমর্থিত প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক বিপুল ভোটে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার তিনি সংসদ সদস্য হিসেবে শপথ ও নিয়েছেন। শুক্রবার দলের নেতাকর্মী ও ঢাকাস্থ সাতক্ষীরা বাসীদের নিয়ে ধানমন্ডী ৩২ শে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ডা: রুহুল হক উপস্থিত ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করেন। এসময় ডাঃ রুহুল হক তরুণদের উদ্দেশ্যে বলেন, “বঙ্গবন্ধুকে তোমরা দেখোনি তাঁর নাম শুনেছ। তোমরা বঙ্গবন্ধু সম্পর্কে, তাঁর আদর্শ সম্পর্কে ধারণা পাবে অসমাপ্ত আত্মজীবনী পড়ার মাধ্যমে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধুমাত্র এদেশের মানুষের মুখে হাসি দেখতে চান। তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও বঙ্গবন্ধুর উপর লেখা বিভিন্ন গ্রন্থ সাতক্ষীরা-৩ আসন সহ সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করার ঘোষণা দেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ, তেঁজগাও কলেজ, শ্যামলী ম্যাটস, ট্রমা ম্যাটস, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডা: রুহুল হকের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং আসন্ন মন্ত্রীপরিষদে তাঁকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দেখবার প্রত্যাশা করেন।