খেলা

পান্তের বিশ্বরেকর্ড

By daily satkhira

January 04, 2019

স্পোর্টস ডেস্ক: সব সমালোচনা পেছনে ফেলে ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ত যেনো সবাইকে ছাড়িয়ে গেছেন। উইকেটকিপিং আর ব্যাটসম্যান দুই ক্ষেত্রেই নিজেকে ছাড়িয়ে গেছেন অনেক দূর। এখনো পর্যন্ত চলতি সিরিজে ২০টি ডিসমিসাল নিয়ে হন এক সিরিজে ভারতীয় উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের মালিক। এক ম্যাচে ১১ ডিসমিসাল নিয়ে গড়েছেন ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ডও। পান্তের খাতায় যোগ হলো নতুন আরেকটি বিশ্বরেকর্ড। চলতি সিডনি টেস্টে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করেই হয়ে গেলেন এক রেকর্ডের মালিক। ২১ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বিশ্বের দ্বিতীয় উইকেটরক্ষক যিনি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি পেয়েছেন।

পান্তের এই রেকর্ড সেঞ্চুরি ছাড়াও ভারতের হয়ে সেঞ্চুরি পান চেতেশ্বর পূজারা। ৭ রানের জন্য হয়নি তার ডাবল সেঞ্চুরি। সিডনি টেস্টের দ্বিতীয় দিনে ৭ উইকেটে ৬২২ রানের বিশাল পুঁজি সংগ্রহ করে ইনিংস ঘোষণা দেয় সফরকারী ভারত। জবাবে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২৪ রান করেছে স্বাগতিকরা।

প্রথম দিন ৪ উইকেটে ৩০৩ রান নিয়ে শেষ করে ভারত। সেখান থেকে ৬২২ রানে থামে তাদের যাত্রা। ১৩০ রান নিয়ে ব্যাট করতে নামা পূজারা ১৯৩ রানে নাথান লায়নের বলে ফেরেন।