দেবহাটা

দেবহাটায় জমি-জায়গা সংক্রান্ত বিরোধে ককটেল আতঙ্ক

By daily satkhira

January 05, 2019

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নাংলায় জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে গভীর রাতে বোমা-বাজি ও ককটেল ফুটিয়ে এলাকায় আতঙ্গ সৃষ্টির ঘটনা ঘটেছে। এঘটনায় স্থানীয় শফিকুর রহমান নামের এক ব্যক্তির বাড়ির উঠান থেকে ককটেল উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত্রে নাংলা-ঘোনাপাড়ার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়ানোর জন্য বোমা-বাজি ও ককটেল ফোটানোর শব্দ পাওয়া যায়। এঘটনায় এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত। এসময় নাংলা গ্রামের মৃত রশিদ বিশ্বাসের পুত্র হোসেন বিশ্বাসের বাড়ির পাশে ৩টি এবং মৃত ইমদাদুল বিশ্বাসের পুত্র মাহমুদুল হক লাভলুর বাড়ির পাশে ১টি ককটেল-বোমা বিষ্ফোরনের শব্দ পাওয়া যায়। শুক্রবার সকালে আমজাদ হোসেনের পুত্র শফিকুর রহমানের বাড়ির উঠানে লালটেপ মোড়ানো একটি বোতলে ককটেল পাওয়াযায়। পরে শফিকুর রহমান দেবহাটা থানা পুলিশকে খবর দিলে তার বাড়ির উঠান থেকে ককটেলটি উদ্ধার করে জব্দ তালিকা করে থানায় নিয়ে যায়। এঘটনায় নাংলা গ্রামের মৃত রশিদ বিশ্বাসের পুত্র সাইফুল ইসলাম ভুট্টা বলেন, নাংলা গ্রামের দিনালী গাজীর পুত্র এবাদুল ইসলাম এবং মৃত খাতের গাজীর পুত্র ফারুক হোসেন ও জামালের সাথে আমাদের পরিবারের জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার উক্ত বিষয়ে তাদের সাথে আমাদের কথা কাটাকাটি হয়। কিন্তু গভীর রাতে এলাকায় বোমা-বাজি ও ককটেল ফুটিয়ে আতঙ্গ সৃষ্টি করেছে। এবিষয়ে দেবহাটা থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী জানান, নাংলা গ্রামের আমজাদ হোসেনের পুত্র শফিকুর রহমানের বাড়ির উঠান থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া মৃত রশিদ বিশ্বাসের পুত্র হোসেন বিশ্বাস ও মৃত ইমদাদুল বিশ্বাসের পুত্র মাহমুদুল হক লাভলুর বাড়ির পাশ থেকে ককটেল-বোমা বিষ্ফোরনের বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া গেছে। এবিষয়ে দেবহাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।