অনলাইন ডেস্ক: সাইকেলের ধাক্কা লেগে বেঁকে গেছে একটি আস্ত গাড়ি! এমন একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনা চীনের। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, একটি সাইকেলের ধাক্কায় একটি গাড়ির সামনের অংশ বেঁকে গেছে। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, এমন দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীনের শেনজেন শহরে। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে ওই দুর্ঘটনায় আশ্চর্যজনক ভাবে সাইকেলের ধাক্কায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও সাইকেলটির বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হয়নি। ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকে অনেক মন্তব্য করেছে। কেউ বলেছেন, এটা কখনোই সম্ভব না। সবই ফটোশপের কারসাজি। তবে কেউ বলেছেন, এমন সাইকেল থাকলেও থাকতে পারে। এটা অসম্ভবের কোন কারণ নেই। আরেকজন মজা করে বলেছেন, নোকিয়া এখন সাইকেলও তৈরি করছে? অন্যদিকে দেশটির পুলিশ এর সত্যতা দাবি করেছেন। স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, ঘটনাটি সত্যি। এ সম্পর্কিত সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে পুলিশ। তথ্যসূত্র: ইন্ডিয়া টাইমস, আনন্দবাজার।