নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরে কলেজ ছাত্রী মুন্নি হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা। সোমবার দুপুরে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের মুনসুর সরদারের গ্যারেজ মোড় এলাকায় মুন্সীগঞ্জ, বুড়িগোয়ালিনী ও ঈশ্বরীপুর ইউনিয়নবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসব কর্মূচিতে অংশ নিয়ে কলেজ ছাত্রী মুন্নি হত্যাকান্ডের বিচারের দাবিতে বক্তব্য রাখেন, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ডালিম কুমার ঘরামী, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল, সাবেক চেয়ারম্যান অসীম কুমার মৃধা, খাইরুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে কলেজ ছাত্রী মুন্নি হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, মুন্নির ময়না তদন্তকারী চিকিৎসক তার প্রতিবেদনে মৃত্যুর কোন সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি বলে উল্লেখ করেছেন। যা সকলকে হতাশ করেছে। শ্বশুরের লালসার শিকার মুন্নিকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডে জড়িতরা প্রভাবশালী হওয়ায় বিচারকে নানাভাবে প্রভাবিত করছে, যা সুষ্ঠু বিচারের পরিপন্থী। তারা এ ব্যাপারে উর্ধ্বতন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পরে একই দাবিতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।