বিনোদন

শুটিং টিমে ডাকাতি, সাহায্যে আসলো না পুলিশ

By daily satkhira

January 05, 2019

বিনোদনের খবর: বিমান বাহিনীকে নিয়ে ‘কিলো ফ্লাইট’ নামে একটি ডকুফিল্মের শুটিং করছিলেন পরিচালক সম্রাট। চট্টগ্রামের জহুরুল বেজ থেকে শুটিং শেষ করে ফিরছিলেন ফিল্মটির শুটিং টিম। বিপত্তি বাধলো ফেরার পথেই। একদল ডাকাতের আক্রমণের শিকার হলেন তারা। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নগদ লাখ খানেক টাকাসহ শুটিংয়ের সরঞ্জামাদি, ল্যাপটপ, একটি আইফোনসহ ১০টির বেশি স্মার্টফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় ডাকাত দল।

বিষয়টি সিনেমাটিক মনে হলেও বাস্তব ঘটনা এটি। শুক্রবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়ায় হাইওয়েতে ঘটেছে এ দুর্ঘটনা। পরিচালক সম্রাট ভুবন মাঝি ছবির পরিচালক ফখরুল আরিফিনের সঙ্গে কাজ করে থাকেন। বিষয়টি ফখরুল আরিফিন ও সম্রাট দু’জনই এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সম্রাট বলেন, শুটিং টিম গজারিয়া হাইওয়েতে জ্যামে আটকে ছিলো। হুট করেই কয়েকজন লোক এসে চাপাতি দেখি গাড়ির দরোজ খুলতে বলে। ড্রাইভার না খুলতে চাইলে তারা গ্লাস ভেঙ্গে ফেলার চেষ্টা করে। পরে গ্লাস ভেঙ্গে গাড়িরে চাবি নিয়ে নেয়। সবাইকে মারধরে করে যার কাছে যা পেয়েছে সবই নিয়ে চম্পট দেয় ডাকাতদল। এ সময় তাদেরকে আমরা বিমান বাহিনীর কাজ করতে ঢাকার বাইরে গিয়েছিলাম বললেও তারা কথা শুনেনি। ’

সম্রাট আরও বলেন, ঘটনার পর বিষয়টি আমরা গজারিয়া হাইওয়ে পুলিশের কাছে জানিয়ে তাদের সাহায্য চাইলেও তারা তখন তেমন কোন সাহায্য করেনি। আমাদের কাছে তখনও কিছু মূল্যবান জিনিস ছিলো সেগুলো এবং শুটিং টিমের নিরাপত্তার জন্য তাদের বললেও তারা এ বিষযে আগ্রহ দেখায়নি।’