দেবহাটা

দেবহাটা সরকারি বিবিএমপি হাইস্কুলের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

By daily satkhira

January 05, 2019

কে.এম রেজাউল করিম: দেবহাটা উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারীকৃত বিবিএমপি হাইস্কুলের শতবর্ষ উদযাপন কমিটির সভা শনিবার সকাল সাড়ে ১০ টায় স্কুলের ডিজিটাল ল্যাঙ্গুয়েজ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির সাধারন সম্পাদক আনোয়ারুল হক। আগামী ১৯শে জানুয়ারী ২০১৯ তারিখে স্কুলের শতবর্ষ উদযাপন করা হবে। উক্ত অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৮ টায় র‌্যালী এবং র‌্যালী শেষে জাতীয় পতাকা উত্তোলন ও অনুষ্ঠানের শুভ সূচনা। পরে স্মৃতিচারনমূলক আলোচনা সভা, বিকালে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে সঙ্গীতানুষ্ঠান এবং শেষে রাতে দেবহাটা ফুটবল মাঠে হবে টিভি ও বেতারের শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠান সূচী নিয়ে শনিবারের সভায় আলোচনা করা হয়। সভায় ঢাকা বেতারের উপস্থাপক অত্র স্কুলের প্রাক্তন ছাত্র সজীব দত্ত, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রচার উপ-কমিটির আহবায়ক সাংবাদিক আর.কে.বাপ্পা, শিক্ষক গৌর পাল, সাংবাদিক কে.এম রেজাউল করিম, খুলনা উপ-কমিটির সাধারন সম্পাদক আপেল মাহমুদ, স্থানীয় উপস্থাপক শাহিন খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় শতবর্ষ উদযাপনের লক্ষ্যে এবং অনুষ্ঠানকে প্রানবন্ত করতে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য উদযাপন কমিটির ওয়েবসাইট- িি.িফবনযধঃধননসঢ়পবহঃ.ড়ৎম এবং ফেসবুক পেইজ- উবনযধঃধ ইনসঢ় ঈবহঃঁৎু ঈবষবনৎধঃরড়হ তে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।