সাতক্ষীরা

কিশোর হাবিবুল্লাহকে বাঁচাতে বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন

By daily satkhira

January 05, 2019

আসাদুজ্জামান: হাবিবুল্লাহ (১৭) নামের এক কিশোর দীর্ঘ ১৩ বছর যাবত হার্টের রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছে। তার চিকিৎসার জন্যে প্রচুর টাকার প্রয়োজন। তার বাবার নাম আব্দুল হাই গাজী ও মায়ের নাম দিলারা খাতুন। দাম্পত্য জীবনে তারা তিন সন্তানের জনক-জননী। এর মধ্যে হাবিবুল্লাহ সবার বড়। আব্দুল হাই পেশায় একজন মাদ্রাসা শিক্ষক। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বেউলা গ্রামের বাসিন্দা। এই মানুষটি বিনা বেতনে মাদ্রাসায় শিক্ষাকতা করে জীবনের সকল সহায় সম্বল দিয়ে তার বড় ছেলের ঢাকার হৃদরোগ ইনষ্টিটিউটসহ বিভিন্ন স্থানে চিকিৎসা খরচ চালিয়ে বর্তমানে হাপিয়ে উঠেছেন। নিজ সংসার খরচ চালিয়ে এখন তার ছেলের খরচ চালানো তার পক্ষে খুবই দূর্বিসাধ্য। তারপরও তিনি তার আদরের বড় ছেলে হাবিবুল্লাহকে একবার ভারতের ভেলোরে নিয়ে ভাল ডাক্তারের কাছে চিকিৎসা সেবা নিতে চান। আর এ জন্য তার অনেক টাকার প্রয়োজন। তাই তিনি তার আদরের সন্তানের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন। তাকে সাহায্য পাঠানোর জন্য ০১৭৪২-০৪৮৭০২ নাম্বারের বিকাশ মোবাইল ফোনে ও রুপালী ব্যাংক, হিসাব নং-২৯৪৯০১০০১৬৬৫৬ যোগাযোগ করুন।