দেবহাটা ব্যুরো: দেবহাটার ৩ ইউনিয়নে ভিজিডি’র চাউল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সখিপুর, পারুলিয়া ও কুলিয়া ইউনিয়ন পরিষদে এ চাউল বিতরণ করা হয়েছে। চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদ। অন্যান্যদের মধ্যে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, ট্যাগ অফিসার সমবায় কর্মকর্তা জহুরুল ইসলাম, ইউপি সচিব নারায়ন চন্দ্র অধিকারীর, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য রেহেনা ইসলাম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের আলফাতুন নেছা, ৭, ৮ ও ৯ নং আরুতি রানী, ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোখলেছুর রহমান মোখলেছ, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আকবর আলী, ৩নং ওয়ার্ড সদস্য পরিতোষ বিশ্বাস, ৪ নং ওয়ার্ড সদস্য আব্দুল করিম, ৫ নং ওয়ার্ড সদস্য জগন্নাথ মন্ডল, ৬ নং ওয়ার্ড সদস্য নির্মল কুমার মন্ডল, ৭ নং ওয়ার্ড সদস্য মোনাজাত আলী, ৮ নং ওয়ার্ড সদস্য আবুল হোসেন, ৯নং ওয়ার্ড সদস্য হাফিজুর রহমান প্রমুখ। ২নং পারুলিয়া ইউনিয়নের চাউল বিতরণে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সচিব প্রবীর হাজারী, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য বানু আল কাদেরী, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নারগিছ বেগম, ৭, ৮ ও ৯ নং হামিদা পারভীন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল আলিম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, ৩নং ওয়ার্ড সদস্য সাহেব আলী, ৪ নং ওয়ার্ড সদস্য গোলাম ফারুক, ৫ নং ওয়ার্ড সদস্য সালাউদ্দীন সারাফি, ৬ নং ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সদস্য শহিদুল্লাহ গাজী, ৮ নং ওয়ার্ড সদস্য ইয়ামিন মোড়ল, ৯নং ওয়ার্ড সদস্য শেখ মোকারম হোসেন প্রমুখ।