রাজনীতি

শিক্ষার্থীর অনুরোধ রাস্তা পাকা করণের প্রতিশ্র“তি দিলেন ডা. আফম রুহুল

By daily satkhira

January 31, 2017

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত, সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের সংগঠন সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক এমপির সাথে সাক্ষাত করেন জবি শিক্ষার্থীরা। সংসদ ভবনে নিজ অফিসে শিক্ষার্থীদের সাথে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন। এসময় জবিতে সমাজকর্ম বিভাগে অধ্যায়নরত সাতক্ষীরা কালিগঞ্জের মো: সাইফুল আলম গাজী তার এলাকার চিত্র তুলেধরে তিনি বলেন “স্যার আমার বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জের জাফরপুর গ্রামে। আমার বাড়িতে যেতে কষ্ট হয় কারণ রাস্তাটির কিছু অংশ দীর্ঘদিন যাবৎ কাঁচা রয়েছে এবং সেটি সংস্কার করা হয়না। রাস্তাটির কাঁচা অংশে আমার বাড়ি অবস্থিত। আপনি যদি বিষয়টি দেখতেন” ডা: আ ফ ম রুহুল হক তাৎক্ষণিক বিষয়টি জানতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ফোনকরেন এবং বিষয়টি নিশ্চিত হন। তিনি অতিদ্রুত রাস্থাটি পাকা করতে যথাযথ ব্যাবস্থা নিতে চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করেন। তখন ৭নং তারালী ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট রাস্থাটি পাকা করবেন বলে এমপিকে নিশ্চিত করেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক তখন সাইফুলকে বলেন, এবার তুমি বিশ্ববিদ্যালয় ছুটি হলে পাকা রাস্তায় বাড়ি যেতে পারবে। এমন উদ্যোগ গ্রহণে উপস্থিত সকলে ডা : রুহুল হক এমপির ভূয়সী প্রশংসা করেন।