খেলা

চাকরি ‘হারিয়েছেন’ ফুটবল তারকা সাবিনা!

By daily satkhira

January 06, 2019

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ফুটবলের সবচেয়ে বড় নাম সাবিনা খাতুন। সব্যসাচী এ তরুণী জাতীয় দলের অধিনায়কত্ব সামলানোর পাশাপাশি অনুর্ধ্ব-১৬ দলের সহকারী কোচের দায়িত্বটাও সামলাতেন। এবার কোচ হিসেবে চাকরিটা গেলো এ তারকা ফুটবলারের।

তবে চাকরি হারিয়ে মন খারাপ হয়নি সাবিনার, বরং তিনি আছেন ফুরফুরে মেজাজে। আসলে দুই দায়িত্ব এক সাথে সামলানোয় খেলায় প্রভাব পড়ছিল সাবিনার। তাই বাফুফে থেকে খেলার প্রতি মনোযোগী হতে বলে কোচ থেকে বিদায় দিয়েছে।

কোচের পদ থেকে সরিয়ে দেয়ার ব্যাপারে সাবিনা বলেন, ‘কোচের পদে থাকায় পারফরমেন্স খারাপ হয়ে যাচ্ছিল। তাই খেলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আমাকে। বিষয়টি আমার কাছে ইতিবাচক।’

মূলত বাফুফে নিয়মরক্ষার জন্য সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল সাবিনাকে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নিয়ম অনুযায়ী, এএফসি-স্বীকৃত টুর্নামেন্টে সব দলে একজন সহকারী মহিলা কোচ থাকতেই হবে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের জন্য তাই বাফুফে কোচ হিসেবে মনোনীত করেছিল সাবিনাকে।

সাবিনার এ চাকরি হারানো সেই অর্থে বরখাস্ত নয় বরং এটি সাবিনা ও বাফুফের একটি যৌথ সিদ্ধান্তই।