স্পোর্টস ডেস্ক: নিউল্যান্ডসে দর্শকদের জন্য দারুণ এক মুহূর্ত উপহার দিলেন মোহাম্মদ আমির। দক্ষিণ আফ্রিকা ইনিংসের ১২২তম ওভারের প্রথম বলে ভার্নন ফিলেন্ডারের লেগ স্ট্যাম্প উড়িয়ে দেন আমির। এমন ডেলিভারিতে নিউল্যান্ডসের গ্যালারি মাতিয়ে তুললেও আমির নিজের দলকে নির্ভরতা দিতে পারেননি।
ইনিংসে চারটি উইকেট নেন বটে, তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। পাকিস্তানের ঘাড়ে বড় রানের বোঝা চাপিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের ১৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৩৮২ রান তুলেছিল। তারপর থেকে খেলতে নেমে প্রোটিয়ারা তাদের ফার্স্ট ইনিংস শেষ করে ৪৩১ রানে।
পাকিস্তান দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়া মাত্র তৃতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। চতুর্থ দিনে জয়ের জন্য প্রয়োজনীয় ৪১ রান তুলতে ব্যাট করতে নামবে দক্ষিণ আফ্রিকা। নিউল্যান্ডসে জয় তুলে নিলে ৩ ম্যাচের টেস্ট সিরিজেরও দখল নেবে প্রোটিয়ারা। সেক্ষেত্রে শুধু নিয়ম রক্ষার হয়ে দাঁড়াবে বলেই মনে হচ্ছে জোহানেসবার্গের তৃতীয় তথা শেষ টেস্ট।