খেলা

এবার শিরোপায় চোখ খুলনার

By daily satkhira

January 06, 2019

স্পোর্টস ডেস্ক: কাগজে-কলমে তারকা খেলোয়াড়ের সংখ্যা খুলনা টাইটানসেই সবচেয়ে কম। তবে দলে রয়েছেন ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাহমুদউল্লাহ। দেশি প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের উপরই আস্থা রেখেছেন খুনলার লংকান কোচ মাহেলা জয়াবর্ধনে। মাহমুদউল্লাহর নেতৃতে বিপিএলের সর্বশেষ দুই আসরে শেষ চারে খেলেছে খুলনা। এবার তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে খুলনা। শুরু হচ্ছে মাহমুদউল্লাহর মিশন। শনিবার অনুশীলনের পর মাহমুদউল্লাহ বলেন, ‘সব কিছু ভালোই যাচ্ছে। নতুন আরেকটি মৌসুম। সবারই লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়ার। আমরা সেই লক্ষ্যেই খেলব।’

তিনি বলেন, ‘দুই বিভাগেই দলে ভালো ভারসাম্য রয়েছে। আর সব অধিনায়কই বলবে তাদের দলই সেরা। তবে দিন শেষে মাঠে কেমন পারফর্ম করছি, সেরাটা দিতে পারছি কি না সেটাই দেখার বিষয়। সব ম্যাচেই সেরাটা দেয়ার চেষ্টা করব।’

খুলনার বোলিং বিভাগ নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের দলে চায়নাম্যান, লেগ-স্পিনার, বাঁ-হাতি স্পিনার আছে। আমাদের দ্রুতগতির পেস বোলার আছে। লাসিথ মালিঙ্গা অনেক অভিজ্ঞ একজন বোলার। ব্যাটিংয়ে আমাদের মালান, টেলরের মতো ব্যাটসম্যান রয়েছে। স্থানীয় কিছু ভালো ক্রিকেটার আছে। এখন দল হিসেবে কেমন পারফর্ম করি সেটাই দেখার বিষয়।’

তিনি বলেন, ‘কাগজে-কলমে হয়তো আমাদের দলে সুপারস্টার নেই। তবে দলে খুব প্রয়োজনীয় খেলোয়াড় আছে, যারা তিন বিভাগেই কার্যকরী। সব মিলে দল হিসেবেই খেলতে চাই।