নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সুবর্ণচরে স্বামী-সন্তান কে বেধেঁ রেখে স্ত্রীকে গণধর্ষণের সাথে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা সচেতন নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার। ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক পিপি এড. ওসমান গণি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, প্রথম আলো বন্ধু সভা সাতক্ষীরার সভাপতি জাহিদা জাহান মৌ, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি শেখ আজাদুল ইসলাম, তরুণ আইনজীবি এড. ইকবাল লোদী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশিক রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা ওই নির্মম ধর্ষনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, অপরাধীরা কোন দলের হতে পারে না। অপরাধীরা অপরাধ জগতের মানুষ। তাদের শাস্তি পেতেই হবে। তাদের এমন কঠিন শাস্তি দিতে হবে যাতে কোন অপরাধী আর এ ধরনের অপরাধ করতে গেলে কেপে ওঠে। এছাড়া ওই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করায় আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারকে সাধুবাদ জানিয়ে বক্তারা ধর্ষনের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করেন।