আন্তর্জাতিক

হংকংয়ের আইন পরিষদে বাংলাদেশি তরুণী!

By daily satkhira

January 06, 2019

অনলাইন ডেস্ক: হংকংয়ের আইন পরিষদে সহযোগী (লেজিসলেটিভ কাউন্সিল অ্যাসিসটেন্ট) হিসেবে কাজ করবেন বাংলাদেশি ফারিহা সালমা দিয়া বাকের। ২০ বছর বয়সী এই তরুণী স্বপ্ন দেখেন, একদিন তিনি হংকংয়ের আইনপ্রণেতা হবেন। এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ফারিহার জন্ম হংকংয়ে। তার বাবা চাকরি সূত্রে ২৫ বছর আগে হংকংয়ে পাড়ি জমান। সেখানেই পরিবার নিয়ে বসবাস করার সিদ্ধান্ত নেন ফারিহার বাবা। তিনি হংকংয়ের একটি গার্মেন্ট ও এক্সেসরিজ প্রতিষ্ঠানের রিজিওনাল ম্যানেজার পদে কর্মরত রয়েছেন। জানা গেছে, হংকংয়ের সিটি ইউনিভার্সিটির ছাত্রী ফারিহা। তিনি হংকংয়ের প্রধান ভাষা ক্যান্টোনিসেতে পারদর্শী। এ ছাড়াও মান্দারিন, বাংলা, হিন্দি, ইংরেজি ও ফিলিপিনো (তাগালগ) ভাষায়ও দখল রয়েছে তার। কাউলুনের ইয়উ মা তেইয়ের একটি ফ্ল্যাটে বাবা-মার সঙ্গে বসবাস করেন ফারিহা। ১৫ বছর বয়সী তার একটি ভাই রয়েছে।

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট