আসাদুজ্জামান: সাতক্ষীরা কালিগঞ্জ রোডের ইটাগাছা মোড় থেকে আলিপুর পেট্রোল পাম্প পর্যন্ত রাস্তার দুধারে সারি সারি গাড়ি পার্কিংয়ের কারণে আজ নিহত হল পথচারী মহিলা। এই দায় কার?
সাতক্ষীরা শহরের বাঙ্গালের মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হোটেল রাধুনী এক মহিলা নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ট্রাকের হেলপারকে আটকসহ ট্রাকটিকে জব্দ করেছে। রবিবার বেলা ১১ টার দিকে শহরের সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাঙ্গালের মোড় নামক স্থানে এঘটনাটি ঘটে। নিহত হোটেল হোটেল রাধুনীর নাম মনোয়ারা খাতুন (৪০)। তিনি শ্যামনগর উপজেলা গোবিন্দপুর গ্রামের শহর আলীর স্ত্রী। এদিকে, আটক হেলপারের নাম আবুল কাসেম। সে শহরের বাটকেখালী গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে। সাতক্ষীরা সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, সার্ভিসিংয়ের কাজ শেষে বাঙ্গালের মোড় এলাকার একটি অটো সার্ভিসিং সেন্টার থেকে ট্রাকটি চালিয়ে রাস্তায় তুলছিল হেলপার আবুল কাসেম। এসময় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন শহরের রশিদ হোটেলের রাধুনি মনোয়ারা খাতুন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটিকে জব্দ করে এবং হেলপার আবুল কাসেমকে আটক করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি আরো জানান।