জাতীয়

নতুন মন্ত্রিসভা; ফোন পেয়েছেন যারা

By Daily Satkhira

January 06, 2019

দেশের খবর: একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এরই মধ্যে বিজয়ী সংসদ সদস্যরা (এমপি) শপথ নিয়েছেন। আধুনিক ও উন্নত রাষ্ট্র গড়ার অঙ্গীকারে সোমবার (০৭ জানুয়ারি) মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়ে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিসভা গঠনের জন্য অনেক সংসদ সদস্য ডাক পেয়েছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের মন্ত্রিসভার আকার ৪৬জনের হতে পারে। এর মধ্যে পুরনোদের অনেকেই বাদ পড়তে পারেন।ঠাঁই পেতে যাচ্ছেন অনেক নতুন সংসদ সদস্য।

এরই মধ্যে মন্ত্রিসভায় যোগ দেওয়ার জন্য টেলিফোন পেয়েছেন আসাদুজ্জামান খাঁন কামাল, আনিসুল হক, খালিদ মাহমুদ চৌধুরী, গাজী গোলাম দস্তগীর, জাহিদ আহসান রাসেল, শাহাব উদ্দিন, জুনাইদ আহমেদ পলক, আ স ম ফিরোজ, র আ ম ওবায়দুল মুক্তাদিন চৌধুরী, টিপু মুনশি, ডা. এনামুর রহমান, আ হ ম মুস্তফা কামাল, এমএ মান্নান, একেএম এনামুল হক শামীম, ডা. দীপু মণি।

সংশ্লিষ্ট সবাই বিয়ষটি নিশ্চিত করেছেন।