দেবহাটা

দেবহাটা ও নওয়াপাড়া ইউপিতে খাদ্য শষ্য ও সুবিধাভোগী কার্ড বিতরণ

By daily satkhira

January 31, 2017

দেবহাটা ব্যুরো : দেবহাটা ও নওয়াপাড়া ইউনিয়নে খাদ্য শষ্য ও সুবিধাভোগী কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে দেবহাটা সদর ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ সালের ভিজিডি ভোগীদের মাঝে চাউল ও কার্ড বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদ। নওয়াপড়া ইউপিতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, ট্যাগ অফিসার সহকারি ইনেসট্রেক্টার অশোক কুমার, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ফতেমা খাতুন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের আল্পনা অধিকারী, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের হামিদা পারভীন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য ও উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আবুল কাশেম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য কাশেম সরদার, ৩নং ওয়ার্ড সদস্য নুরুজ্জামান সরদার, ৪ নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান, ৫ নং ওয়ার্ড সদস্য আসমাতুল্লাহ গাজী আসমান, ৬ নং ওয়ার্ড সদস্য আকবর আলী, ৭ নং ওয়ার্ড সদস্য আবুল খায়ের তারু, ৮ নং ওয়ার্ড সদস্য মুজিবর রহমান, ৯নং ওয়ার্ড সদস্য মনিরুজ্জামান মনি, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। এদিকে সদর ইউনিয়নে খাদ্য শষ্য ও কার্ড বিতরণ অনুষ্ঠানে সদর ইউনিয়ন চেয়ারম্যান আবু বকর গাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহাগ হোসেন, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য সাবিনা পারভীন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের রোকেয়া বেগম, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের শাহানাজ পারভীন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুল ইসলাম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল জলিল, ৩নং ওয়ার্ড সদস্য এবাদুর রহমান, ৪ নং ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম মোল্যা, ৫ নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান মাসুম, ৬ নং ওয়ার্ড সদস্য মাহবুব রহমান বাবলু, ৭ নং ওয়ার্ড সদস্য আজগর আলী, ৮ নং ওয়ার্ড সদস্য গোলাম মোক্তার, ৯নং ওয়ার্ড সদস্য আরমান হোসেন প্রমুখ।