আশাশুনি

আশাশুনির কলিমাখালী মাদ্রাসার শিক্ষকদের ক্লাশ বর্জন; বিপাকে শিক্ষার্থীরা

By daily satkhira

January 06, 2019

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী ফাজিল মাদ্রাসার কয়েকজন শিক্ষক হঠাৎ করে ক্লাশ বর্জন করায় বছরের শুরুকে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শনিবার বেলা সাড়ে ১১টা থেকে হঠাৎ ক্লাস বর্জণ করেন বেশ কয়েকজন শিক্ষক। মাদ্রাসা সংশ্লিষ্ট অনেকেই অভিযোগ করেন, একজন কর্মচারির ছুটির বিষয়ে মাস দেড়েক আগে কমিটির নেয়া সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়। মাদ্রাসার কয়েকজন শিক্ষক সামান্য বিষয়কে পুজি করে ক্লাশ বর্জনের মত ক্ষতিকর পদক্ষেপ গ্রহন করেন। শনিবার হঠাৎ করে বেলা ১১ টার দিকে তারা ক্লাশ বর্জনের ঘোষণা দেওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা বছরের শুরুকে ক্লাশ না করে বাড়ি ফিরতে বাধ্য হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জহুরুল ইসলাম জানান, সামান্য বিষয় নিয়ে শিক্ষকরা ইচ্ছাকৃত শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে ক্ষতি করতে পারেন না। আর আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান ” প্রতিষ্ঠানে কোন সমস্যা সৃষ্টি হলে ম্যানেজিং কমিটি বিষয়টির সমাধান করবেন, কিন্তু কোন অবস্থাতেই পাঠদান বন্ধ করার কোন অধিকার কারো নেই। বিষয়টি তদন্ত করতে এরই মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।” উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ জানান, বিষয়টি তিনি অবহিত হয়েছেন, রবিবার তিনি মাদরাসায় যাবেন এবং বিষয়টি তদন্তপূর্বক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।