সাতক্ষীরা

সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকদের নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

By daily satkhira

January 31, 2017

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকদের নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। কতিপয় ব্যক্তি তাদের স্বার্থ উদ্ধার করতে না পেরে দলিল লেখকদের বিভিন্ন ভাবে হয়রানি ও অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকদের সমিতির নেতৃবৃন্দ। সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও সভাপতি রুহুল কুদ্দুস জানান, রেজিস্ট্রি অফিসে ১০৫ জন্য দলিল লেখক রয়েছে। তারা সরকারের কাছ থেকে বৈধভাবে সনদ নিয়ে এখানে দলিল লেখকের কাজ করে। কিন্তু অধিকাংশ লেখকরা খোলামাঠে ও গাছের নিচে বসে তাদের কার্যক্রম পরিচালনা করেন। এতে রোদ ও বৃষ্টিতে তাদের মূল্যবান কাগজপত্র নষ্ট হয়। যে কারণে জেলা রেজিষ্ট্রার মুন্সি রুহুল ইসলাম এর অনুমতি নিয়ে টিনের চাল বিশিষ্ট আধপাকা বসার স্থান নির্মাণ শুরু করেন। অথচ কতিপয় অসাধু ব্যক্তি সেটাকে পুজি করে একের পর এক মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এধরনের অপপ্রচার বন্ধ করে দলিল লেখক সমিতিকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তারা। এবিষয় জেলা রেজিষ্ট্রার মুন্সি রুহুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, দলিল লেখকদের বসার জন্য অবশ্যই স্থান নির্ধারিত করতে হবে। যেটা দলিল লেখকদের সনদের পর পৃষ্টায় এবং লাইসেন্স বইয়ের সনদ-২ এ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে সনদধারী লেখকদের রেজিষ্ট্রি অফিসের ভিতরে অথবা বাইরে দলিল লেখকদের বসার জন্য স্থান নির্ধারণ করতে হবে। যেটা তাদের অধিকার। কিন্তু কে বা কারা কি কারণে একের পর এক মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন সেটা আমার বোধগম্য নয়। আর এ নিয়ে মোটা অংকের টাকার লেনদেনের কথা বলা হচ্ছে তাও আবার আমাকে জড়িয়ে কিন্তু কেউ নির্দিষ্ট করে বলছে না যে এই ব্যক্তি ঐ লোকের কাছ থেকে টাকা নিয়েছে। নির্দিষ্ট করে বলতে না পারা মানে কারো কথা শুনে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি আরো বলেন, আমি এই অফিসের দায়িত্বে আছি আমার জানার বাইরে কিছু হচ্ছে এমন কিছু নয়। যেখানে ঘর করা হচ্ছে সেখানে আগে দলিল লেখকদের বসার ঘর ছিলো। নতুন করে কোন ঘর হচ্ছে না। রেজিষ্ট্রি অফিসের মধ্যে বসার অধিকার দলিল লেখকদের আছে। তিনি কোন বিষয়ে সরাসরি জেলা রেজিষ্ট্রারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন। এছাড়া দলিল লেখকদের বিরোধীতা না করে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে একটি সূত্র জানায়, গত বছরে প্রায় ৩৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিস থেকে যার প্রাথমিক ধাপ দলিল লেখালেখির কাজ দলিল লেখকেরাই করে থাকে। দলিল লেখকদের বিরুদ্ধে বিশেষ মহলের ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে জেলা রেজিষ্টারের আশু হস্তক্ষেপ কামনা করেছে দলিল লেখকেরা।