আন্তর্জাতিক

দেশ ছেড়ে পালিয়েছেন ভেনেজুয়েলার শীর্ষ বিচারপতি

By daily satkhira

January 07, 2019

বিদেশের খবর: ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্টিয়ান জেরপা দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে গেছেন। ক্রিস্টিয়ান জেরপা একসময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুগত ছিলেন। কিন্তু গত বছর একতরফা নির্বাচনে দ্বিতীয় মেয়াদে মাদুরো প্রেসিডেন্ট হওয়ার প্রতিবাদে দেশ ছাড়েন এই বিচারপতি।

আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ভেনেজুয়েলা ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার পর বিচারপতি ক্রিস্টিয়ান জেরপা ফ্লোরিডা রেডিও স্টেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, গত বছরের নির্বাচন ‘সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি’। প্রেসিডেন্ট মাদুরো সুপ্রিম কোর্টকে নিজের পক্ষে ব্যবহার করেন। তবে ভেনেজুয়েলার আদালত জানিয়েছেন, যৌন হয়রানির অভিযোগ ওঠায় ক্রিস্টিয়ান জেরপা পালিয়ে গেছেন। ২০১৬ সালে কংগ্রেসে প্রেসিডেন্টের ক্ষমতা নিরঙ্কুশ করতে আইনি বিষয়গুলো লেখার ক্ষেত্রে আদালতে মাদুরোর পক্ষে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন জেরপা। তবে রোববার মিয়ামির ইভিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে জেরপা বলেন, সুপ্রিম কোর্ট সরকারের লেজুড়বৃত্তি করেন। প্রেসিডেন্ট বলে দেন বিচারপতিকে কোন মামলায় কী রায় দিতে হবে। জেরপা বলেন, গত বছরের নির্বাচনের ফলাফলের ব্যাপারে তিনি প্রকাশ্যে কখনো সমালোচনা করেননি। কারণ, তিনি পরিবার নিয়ে নিশ্চিন্তে যুক্তরাষ্ট্রে পালাতে চেয়েছিলেন।