স্পোর্টস ডেস্ক: বিরল কীর্তি গড়লেন শ্রীলঙ্কার স্পিনার মিলিন্দা পুষ্পকুমারা। এক ইনিংসে পুরো দশ উইকেট নিয়েছেন তিনি। ঘরের মাঠে প্রথম শ্রেণির ক্রিকেটে এমন কীর্তি গড়েন লঙ্কান এ বোলার। কলম্বো ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে সারাসেন্স স্পোর্টস ক্লাবের বিপক্ষে এক ইনিংসে পুরো দশ উইকেট নেওয়ার কীর্তি গড়েন পুষ্পকুমারা। আর এ দশ উইকেট নিতে মাত্র ৩৭ রান খরচ করেন তিনি। তার বোলিং দাপটে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায় সারাসেন্স। যেখানে চতুর্থ ইনিংসে জয়ের জন্য দলটিকে ৩৪৯ রানের বড় লক্ষ্য পাড়ি দিতে হতো। প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ডের খাতায় ৩৭ রানের খরচায় ১০ উইকেট নিয়ে যৌথভাবে তেরতম অবস্থানে আছেন পুষ্পকুমারা। এ তালিকার চূড়ায় রয়েছে ১৯৩২ সালে ইয়র্কশায়ার ও নটিংহামশায়ারের মধ্যকার ম্যাচে লিডসে হেডলি ভেরাইটির ১০ রানে ১০ উইকেট নেওয়ার কীর্তিটি।