দেবহাটা

দেবহাটায় রক্ষণাবেক্ষণ কাজে ব্যাপক অনিয়মে অভিযোগ স্থানীয়দের!

By Daily Satkhira

January 07, 2019

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া ইউনিয়নের সেকেন্দ্রায় ডাবলু ডিবি রাস্তাটির রক্ষণাবেবক্ষন প্রকল্পের কাজ ব্যাপক অনিয়মের মধ্যে শেষ করার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। কাজ তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা দেখেও দেখছেন না। এতে জনমনে নানা প্রশ্ন দেখা মিলেছে। উপজেলার সেকেন্দ্রা মোড় টু কোমরপুরগামী (ডাবলু ডি বি) রাস্তাটির রক্ষনাবেক্ষণ প্রকল্পের ৫০০ মিটার রাস্তা ১০ লক্ষ ৫২ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়। যার টেন্ডার পায় সাতক্ষীরা বিনেরপোতার ইমন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরজমিনে যেয়ে দেখা, সেকেন্দ্র মোড় হতে কোমরপুরগামী রাস্তাটি সংস্কার করতে ব্যবহার করা হচ্ছে খুব স্বল্প মানে পিচ ও পাথর। পিচ তরল করতে এবং পিচের সাথে পাথরের সংমিশ্রনে জ্বালানী হিসাবে ব্যবহার করা হচ্ছে পরিবেশের ক্ষতি কারক ডাস্ট। আর এতে অপ্রয়োজনীয় তাপমাত্রায় পিচের তরলতা বাড়িয়ে অতি তরল করে নির্মাণ করা হচ্ছে রাস্তা। এদিকে সংস্কারকৃত রাস্তাটি তৈরি শেষ হতে না হতে অনেক অংশে গর্তের সৃষ্টি হতে শুরু করেছে। ধরছে বিভিন্ন স্থানে ছোট ছোট ফাটল, নেই কোন ফিটনেছ। সরকারি নির্দেশিকা না মেনেই রাস্তার কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এবিষয়ে নামপ্রকাশের অনিচ্ছুক কয়েকজন জানায়, রাস্তা নির্মানে অনিয়ম করলে আমার প্রতিবাদ করি। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের লোকেরা প্রভাব খাটিয়ে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করছে এবং বলছে আপনার কি বোঝেন? নিয়মে যা আছে তাই করা হচ্ছে। স্থানীয়রা আরো অভিযোগ করেন, এমন ভাবে রাস্তার কাজ সংস্কার হলে বর্ষার মৌসুম যাবে না। এদিকে, সরকারের ভাবমূর্তি নষ্ট করার লক্ষে কিছু অসাধু প্রশাসনের কর্মচারীদেরকে ম্যানেজ করে চলছে এ কাজ বলে জানায় তারা। এব্যাপারে রাস্তার কাজে তদারকির দায়িত্বে থাকা উপজেলা এলজিইডি’র সুপার ভাইজার আরিফুজ্জামান জানান, কাজের কোন সমসা নেই, এ রকম হয়ে থাকে যেখানে যা সমসা তা পরে ঠিক করে দিব। এসও আলমগীর হোসেন সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করে। তিনি বলেন, আপনারা নিউজটি করলে সমস্যা হবে। নিউজ না করে মিমাংশা করেন। উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মোমিনুল ইসলাম জানান, আমি দেখেছি এ ধরনের কাজ এরকমই হয়। আমাদের লোক আছে তারা সব কাজ দেখে নিচ্ছে।