দেশের খবর: হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথমে তাকে কয়েক ঘন্টা আইসিইউতে রাখা হয়। পরে কেবিনে স্থানান্তর করা হয় বলে জানা যায়। এরপর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার (৭ জানুয়ারি) রাতেই তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যান তার স্বজনরা। হাসানুল হক ইনুর সর্বশেষ অবস্থা জানতে রাত ১০টার দিকে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী সাদেকুর বলেন, স্যার ভালো আছেন, বাসায় এসেছেন। কখন বাসায় নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি জানান, সাড়ে ৯টার দিকে তাকে বাসায় নেওয়া হয়।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মহাজোট প্রার্থী হাসানুল হক ইনু। তিনি দশম জাতীয় সংসদের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে নতুন মন্ত্রিসভায় স্থান হয়নি তার।