সাতক্ষীরা

জন্ম তারিখ জালিয়াতির অভিযোগ সাতক্ষীরা জেলা রেজিষ্ট্রারের বিরুদ্ধে

By daily satkhira

January 08, 2019

নিজস্ব প্রতিবেদক: জন্ম তারিখ জালিয়াতি করে চাকুরিতে বহাল রয়েছেন সাতক্ষীরা জেলা রেজিষ্ট্রার মুন্সি রুহুল ইসলাম। অথচ গত ১ বছরে পূর্বেই তাকে অবসরে যাওয়ার কথা ছিলো। কিন্তু জন্ম তারিখ জালিয়াতি করে চাকুরিতে বহাল রয়েছেন তিনি। চাকুরির প্রথম জীবনের খেদমত বইএর চাকুরির অনুলিপির কপিতে সিরিয়াল নং ২৩২ এ তিনি তার জন্ম তারিখ উল্লেখ করে ছিলেন ৩০ নভেম্বর ১৯৫৮ সাল। সে অনুযায়ী তার অবসরে যাওয়ার কথা গত ২০১৭ সালের ২৯ নভেম্বর। কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় চাকুরির মেয়াদ ১ বছর বৃদ্ধি পাওয়ায় তার অবসরে যাওয়ার কথা ২৮ নভেম্বর ২০১৮ তারিখে। কিন্তু ২০১৮ সালে এসে সাতক্ষীরা জেলা রেজিষ্ট্রার অন্য একটি খেদমত বইতে জন্ম তারিখ পরিবর্তন করে ১৯৫৮ সালের পরিবর্তে ১৯৫৯ সাল করেছেন। আর ওই জাল জন্ম তারিখ দেখিয়ে তিনি চাকুরিতে বহাল থেকে বেতন ভাতা উত্তোলন করছেন। এদিকে জালিয়াতির মাধ্যমে চাকুরিতে বহাল থেকে অবৈধভাবে লক্ষ টাকা আদায় করছেন তিনি। পাওয়ার হেবা নামা দলিল করে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ লাইসেন্স হারানো খায়রুল ইসলাম খোকনের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়ে তার লাইসেন্স ফিরিয়ে দিয়েছেন। এছাড়া রাজস্ব ফাঁকির অভিযোগে বহিস্কার হওয়া দলিল লেখক মনিরের বহিস্কারাদেশ প্রত্যাহারের পায়তায় লিপ্ত রয়েছেন। এবিষয়ে জেলা রেজিষ্ট্রার মুন্সি রুহুল ইসলামের ব্যবহৃত ০১৮২৭১০০০৭১ নাম্বারে যোগাযোগ করলে তিনি অফিসে গিয়ে চা খাওয়ার দাওয়াত দেন।