দেশের খবর: পোশাক শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এতে উপস্থিত থাকবেন তৈরি পোশাক কারখানার মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। আজ মঙ্গলবার বিকেল ৪টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও সিনিয়র তথ্য অফিসার আব্দুল লতিফ বকসী। তিনি বলেন, সবাইকে ধৈর্য ধারণ করে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন বাণিজ্যমন্ত্রী।