আসাদুজ্জামান: সরকারের উন্নয়ন ভাবনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী, জেলা সংবাদপত্র পরিষদের আহবায়ক জি.এম নুর ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম মনিরুল ইসলাম মিনি, সাবেক সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, এম. কামরুজ্জামান প্রমুখ। এ সময় সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন । জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এ সময় সাতক্ষীরায় স্বাধীনতা স্মৃতিস্তম্ভ নির্মান এবং গণকবর ও বধ্যভুমি সংরক্ষন, দূর্নীতি প্রতিরোধে জিরোটলারেন্স, মাদক ও জঙ্গি নির্মূলে স্কুলভিত্তিক মাদক বিরোধী অভিযান, শহরের ফুটপাত দখল মুক্তকরন, রাস্তাঘাট সংস্কার, রেল লাইন নির্মানে প্রস্তাবসহ জেলার বিভিন্ন সেক্টরে উন্নয়নের জন্য ২৯ টি পরিকল্পনা গ্রহন করার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।