খেলা

বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দল ঘোষণা, ফিরলেন ঋদ্ধিমান

By Daily Satkhira

February 01, 2017

মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার পর থেকেই ভারতীয় টেস্ট দলে তাঁর জায়গাটা পাকা হয়ে গিয়েছিল। অবশ্য চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দলের বাইরে ছিলেন তিনি। চোট সেরেছে বলে অনুমিতভাবেই দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা।

মঙ্গলবার ঘোষিত ১৬ সদস্যের ভারতীয় টেস্ট দলে জায়গা পেয়েছেন  ঋদ্ধিমান। চোট কাটিয়ে ফিরেছেন আরো দুজন, অলরাউন্ডার হার্দিক পাণ্ডে ও জয়ন্ত যাদব। ফিরেছেন ব্যাটসম্যান অজিঙ্কা রাহানেও। রাহানের চোটে সুযোগ পেয়েই ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্টে ট্রিপল সেঞ্চুরি করে চমকে দিয়ে ছিলেন করুণ নায়ার।

সর্বশেষ স্কোয়াড থেকে উকেটকিপার-ব্যাটসম্যান পার্থিব প্যাটেলের পাশাপাশি বাদ পড়েছেন মনীশ পাণ্ডে।

ভারতীয় এই দলে স্পিনার আছেন চারজন। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব ও অমিত মিশ্র। লেগ স্পিনে বাংলাদেশের দুর্বলতার কথা ভেবেই হয়তো মিশ্রকে দলে সুযোগ দেওয়া হয়েছে।

নিজেদের মাটিতে ভারত এবারই বাংলাদেশকে টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছে। একমাত্র টেস্টটি হায়দরাবাদে হবে ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি।

ভারতীয় দল : বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, করুণ নায়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, অমিত মিশ্র, অভিনব মুকুন্দ ও হার্দিক পাণ্ডে।