জাতীয়

আজও সড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By daily satkhira

January 09, 2019

দেশের খবর: ন্যূনতম মজুরি বাস্তবায়ন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আজ চতুর্থ দিনের মতো সড়কে নেমেছে পোশাক শ্রমিকরা। তবে তাদের মোকাবেলা করতে বিভিন্ন স্থানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের বিক্ষোভের কারণে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় অবস্থান করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এছাড়া, সাভার ও রাজধানীর দক্ষিণখান এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম শ্রমিকদের বিক্ষোভের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আজ সকাল থেকেই রাজধানীর পল্লবী ও কালশী ২২তলা গার্মেন্টসের সামনে শ্রমিকরা জড়ো হয়েছেন। এরপর মূল সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।