জাতীয়

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ অপহরণকারী নিহত

By daily satkhira

January 09, 2019

অনলাইন ডেস্ক: যশোরের মনিরামপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিল্লাল হোসেন নামে এক অপহরণকারী নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে মণিরামপুরের নেহালপুর সড়কের কামালপুর জোড়া ব্রিজের কাছে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল মণিরামপুরের খেদায়পুর গ্রামের মোস্তফা’র ছেলে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন জানান, নিহত বিল্লাল গত ৬ জানুয়ারি মনিরামপুরের ৪র্থ শ্রেণির ছাত্র তারিফ হোসেনকে অপহরণ করে। পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিল্লাল। দাবিকৃত মুক্তিপণের টাকা মঙ্গলবার দুপুরে কেশবপুরের একটি বিকাশের দোকানে আনতে যায় বিল্লাল। এ সময় তারিফের মামার সহযোগিতায় কেশবপুর থানা পুলিশ বিল্লালকে আটক করে। তিনি আরও বলেন, বিল্লালের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার রাতে মণিরামপুরের নেহালপুর সড়কের কামালপুর জোড়া ব্রিজের কাছ থেকে তারিফের লাশ উদ্ধার করতে যায় পুলিশ। এ সময় বিল্লালের সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করলে ‘বন্দুকযুদ্ধে’ বিল্লাল নিহত হয়। পরে ওই ব্রিজের নিচ থেকে তারিফের লাশ উদ্ধার করা হয়। নিহত তারিফ ও বিল্লালের লাশ যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।