খেলা

মিরপুরে ৫ ভারতীয় জুয়াড়ি আটক

By daily satkhira

January 09, 2019

স্পোর্টস ডেস্ক: ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টি টুর্নামেন্টগুলো জুয়াড়িদের প্রধান লক্ষ্য। কোটি কোটি টাকার বাজি ধরা হয় এই টুর্নামেন্ট ঘিরে। বিপিএলও তার বাইরে নয়। দেশি-বিদেশি জুয়াড়িরা তৎপর হয়ে উঠেছে বিপিএল ঘিরে। অবশ্য জুয়াড়িদের কর্মকাণ্ড ঠেকাতে তৎপর বিপিএল কর্তৃপক্ষও। তাই খেলা চলাকালীন গ্যালারিতে নজরদারি করার জন্য থাকে ভ্রাম্যমাণ আদালত। টুর্নামেন্টের প্রথম দুই দিনেই ১৫ জুয়াড়িকে আটক করেছিল পুলিশ। মঙ্গলবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আরো ৫ জুয়াড়িকে আটক করা হয়েছে। পাঁচ জনই ভারতীয় নাগরিক।

ক্রিকবাজ জানিয়েছে, এর মধ্যে তিনজন ভারতের হারিয়ানা রাজ্যের নাগরিক। এরা হলেন—দীপক, সঞ্জিব কুমার ও সুনিল কুমার। বাংলাদেশের ক্রিকেটের জুয়া নিয়ে নির্দিষ্ট কোন আইন নেই। তবে তাদের প্রত্যেককে ৪ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি জব্দ করা হয়েছে তাদের মোবাইল ফোন। এবং তাদের মাঠে আসার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।