আন্তর্জাতিক

সেই সৌদি তরুণীকে শরণার্থী ঘোষণা; আশ্রয় দেবে অষ্ট্রেলিয়া

By daily satkhira

January 09, 2019

বিদেশের খবর: হুমকির মুখে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পালিয়ে আসা সৌদি তরুণী রাহাফ মোহাম্মদ আল-কুনুনকে বৈধ শরণার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণা দিয়ে জাতিসংঘ তাকে আশ্রয় দিতে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।

বুধবার অষ্ট্রেলিয়ার সরকারের পক্ষে এ কথা জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) রাহাফ মোহাম্মদ আল-কুনুনকে শরণার্থী হিসেবে বিবেচনা করেছে। তার পুনর্বাসনের জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘের আহবান বিবেচনা করা হবে বলে জানায় অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স বিভাগ।

প্রসঙ্গত, রাহাফ চলতি সপ্তাহে পরিবার থেকে পালিয়ে আসে ব্যাংককে। ইসলাম ধর্ম ত্যাগ করায় পরিবারের সদস্যরা তাকে হত্যা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সে। সূত্র : বিবিসি, এএফপি