সাতক্ষীরা

সুষ্মিতাদের বাঁচার নিরাপদ পরিবেশের দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন

By daily satkhira

January 09, 2019

প্রেস বিজ্ঞপ্তি: আশাশুনি উপজেলার গাবতলা গ্রামের ২য় শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষন ও হত্যার বিচারের দাবিতে সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে সুষ্মিতাদের বাঁচার নিরাপদ পরিবেশের দাবিতে বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, জেলা নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিছুর রহিম। বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ওবায়দুস সুলতান বাবলু, সাংবাদিক হাফিজুর রহমান মাসুম, মানবাধিকার কর্মী মাধবদত্ত, নারী নেত্রী জ্যোস্না দত্ত, উত্তরণের মুনির উদ্দীন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য সচিব আলীনুর খান বাবুল। মানববন্ধনে সুস্মিতা দাসকে ধর্ষনের পর হত্যার সাথে জড়িত জয়দেবের ফাঁসির দাবি জানিয়ে বক্তারা বলেন, সারাদেশে আজ কন্যা শিশু ও নারীদের নিরাপত্তা নেই। পত্রিকার পাতায় প্রতিনিয়ত এধরনের ন্যাক্কার জনক ঘটনা দেখা যাচ্ছে। ওই অপরাধের সাথে জড়িতরা আইনের ফাঁক ফোকড় দিয়ে বেরিয়ে এসে আবারো একই অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। সে কারণে ওই সব মানুষ রূপী নরপিশাচদের বিরুদ্ধে দ্রুত বিচার করে কঠোর শাস্তি প্রদান করতে হবে। তা না হলে এদের অপরাধ কর্মকান্ড আরো বেড়ে যাবে। সুম্মিতারা হারাবে প্রাণ ধর্ষিত হবে প্রতিনিয়ত। তাই সুস্মিতাদের বাঁচার নিরাপদ পরিবেশের দাবি জানান নাগরিক নেতৃবন্দ।